নাগেশ্বরীতে দু’দলের সহস্রাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান


প্রকাশিত: ০৭:২১ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয়পার্টি ও বিএনপির প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার সকালে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলীর হাতে ফুলেল নৌকা প্রতীক দিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।

কেদার, বল্লভেরখাস, কচাকাটা ও নুনখাওয়া ইউনিয়নের জাতীয় পার্টির অন্যতম নেতা জেলা পরিষদ সদস্য ও বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সরকার এর নেতৃত্বে তিন সহস্রাধিক নেতাকর্মী যোগদান করেন।

বল্লভেরখাস আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরী সাবেক উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর। জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী নাজমুল হুদা লাল, মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল সরকার, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মাজহারুল ইসলাম মাজু প্রমুখ।

এসময় জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরা জানান, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে যে উন্নয়ন করছে সেখান থেকে দুধকুমার নদ বেষ্টিত ইউনিয়নগুলো অনেক পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে এবং ভিশন ২০২১ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার জন্য আমরা জাতীয় পার্টি এবং বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছি।

নাজমুল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।