২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ : গ্রেফতার ২
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ২টি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামানের নেতৃত্বে র্যাব-১১ সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে এসব নিষিদ্ধ কারেন্ট জব্দ করে।
র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার সদরের সুধাচর এলাকার গুডলাক টুইস্টিং ফিসিং নেট ইন্ড্রাস্ট্রিজে অভিযান চালিয়ে আট লাখ মিটার এবং সাগর ফিসিং নেট ইন্ড্রাস্ট্রিজ থেকে ১২ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
এ সময় মো. মোশারফ হোসেন (৩৫) ও মো. সাগর (২৫) নামের দুইজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের মাধ্যমে দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি