শেরপুরে যৌতুকের মামলায় স্বামীর ২ বছরের সাজা
শেরপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামীর দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক আনম. ইলিয়াস এ রায় দেন। সাজাপ্রাপ্ত রেজাউল করিম (২৬) নকলা উপজেলার গণপদ্দী গ্রামের এবাদুল হোসেনের ছেলে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ জানুয়ারি শেরপুর শহরের চকপাঠক মহল্লার দরিদ্র আমির হোসেনের মেয়ে শিখা আক্তারের বিয়ে হয় নকলার গণপদ্দী গ্রামের রেজাউল করিমের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই রেজাউল যৌতুক দাবিতে গৃহবধূ শিখার ওপর নির্যাতন করে আসছিল। এ অবস্থায় ২০১৪ সালের দুই জানুয়ারি স্বামী রেজাউল করিম ৫০ হাজার টাকা যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূ শিখাকে মারপিট করে তাড়িয়ে দেয়।
পরে রেজাউলকে আসামী করে শিখা আদালতে যৌতুক নিরোধ আইনের চার ধারায় একটি নালিশি মামলা দায়ের করে। আদালত বাদীসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউলকে দুই বছরের সশ্রম কারাদন্ড দেয়।
এসএইচএ/এমএস