ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৫ মার্চ ২০১৫

বড়াইগ্রামে জমি চাষ দেয়ার সময় ট্রাক্টরের চাপায় আল মামুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বড়াইগ্রাম পৌর এলাকার উপজেলা প্রেসক্লাবের পেছনে এ ঘটনা ঘটে। মামুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের মুক্তার হোসেনের ছেলে ও তাড়াশ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে আল মামুন ট্রাক্টরটি চালু করার পর নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বড়াল নদীতে পড়ে গেলে ট্রাক্টরের নীচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।