চুয়াডাঙ্গায় ‘ছাত্রদল নেতার’ মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি মাঠে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে খাড়াগোদা গ্রামের চন্নতলার মাঠ থেকে মিরাজুল ইসলাম মির্জার (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। মির্জা গত ১৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন এবং তিনি স্থানীয় ছাত্রদল নেতা বলে দাবি করেন তার ভাই ইয়াদ আলী। মির্জা ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চননগর গ্রামের জনাব আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, ওই যুবকের পরনে চেক লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি রয়েছে। কানের কাছে গুলির মতো ক্ষত চিহ্ন দেখা গেছে। হাতেও আঁচড়ের মতো দাগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হাতকড়া পরালে যে ধরনের দাগ পড়ে নিহতের দুই হাতে তা দেখেছেন তারা। বিকালে ময়নাতদন্ত শেষেমরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।