বিস্কুটে ময়দার পরিবর্তে চুন : ১০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ


প্রকাশিত: ১১:১২ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চুন খেয়ে ১০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
শনিবার দুপুরে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন এ ঘটনা ঘটে। এতে অভিভাবক মহলে তোলপাড় শুরু হয়েছে।

৭ম শ্রেণির আহত অপর শিক্ষার্থীরা হলো রিফাত নানজিবা, তৌফিকা হক, নিশাত তাজরীন, বর্ষা, বর্ণ, মৌমিতা, রুকাইয়া জাহান, অনামিকা ও মনিরা জান্নাত মিম। দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
 
জানা গেছে, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। একপর্যায়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এতে ময়দার পরিবর্তে চুন সরবরাহ করা হয়। এ সময় পিছনে হাত বাঁধা অবস্থায় শিক্ষার্থীরা চুন দিয়ে ঢেকে রাখা বিস্কুট মুখে নিলে তাদের মুখ পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মনি নামের এক শিক্ষার্থীর চোখ ও মুখ মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এ ব্যাপারে প্রধান শিক্ষক রীতা সরকার বলেন, অসাবধানতাবশত বিষয়টি ঘটেছে। শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল হামিদ সরকার জানান, আক্রান্তদের চিকিৎসা চলছে। একজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অনুষ্ঠান উদ্বোধন করেই আমি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এসেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।