পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক ২
মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার পানিয়া নামক এলাকা থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-১।
রোববার রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে আসামির বসতঘরে আভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে
র্যাব-১১।
র্যাব-১১`র পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার এএসপি মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পানিয়া (৩নং ওয়ার্ড) এলাকার নিজ বাড়ি থেকে আলী হোসেন শেখ (৫৫) ও মিতু আক্তার কমলাকে (২৮) আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস