ভবিষ্যতেও ভারত-বাংলাদেশের সুসম্পর্কের আশ্বাস


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের মধ্যে যে সুসম্পর্ক স্থাপিত হয়েছিল, শেখ হাসিনা ও নরেদ্র মোদীর মাধ্যমে সে সম্পর্ক আরো সদৃঢ় হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে এই সুসম্পর্ক ভবিষ্যতেও অটটু থাকবে।
 
সেমাবার সকালে মহারাণী রানী ভবানী প্রতিষ্ঠিত নাটোর শহরের লালবাজারস্থ শ্রী শ্রী জয়কালী মন্দির পুনঃনির্মাণে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতার প্রথম কিস্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বাংলাদেশের হিন্দুদের যে সকল মন্দিরের ক্ষতিসাধন করেছে সেগুলো পুনঃনির্মাণ ও বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় পাশে থাকবে ভারতীয় সরকার।

এর আগে বেলা ১১টায় ভারতের হাই কমিশনার শহরের লালবাজারে এসে পৌঁছালে জয়কালীবাড়ি মন্দির কমিটি ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন নেন।

পরে শ্রী শ্রী জয়কালী মন্দির সংস্কার কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, পৌর মেয়র উমা চৌধুরী জলি, বৃহত্তর রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল সরকারসহ সংশ্লিষ্টরা।
 
উল্লেখ্য, মহারাণী ভবানী প্রতিষ্ঠিত নাটোর লালবাজারস্থ শ্রী শ্রী জয়কালী মন্দির পুনঃনির্মাণে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির আওতায় ৯৭ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে প্রথম কিস্তিতে ১৯ লাখ ৪০ হাজার ৬৭৫ টাকার চেক হস্তান্তর করা হলো।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।