আ.লীগ সভাপতিকে রাজাকারের ছেলে দাবি করে বিক্ষোভ


প্রকাশিত: ১১:০৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে রাজাকারের ছেলে আখ্যায়িত করে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গাংনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা কর্মসূচিতে অংশ নেন।

মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বশির আহম্মেদ বলেন, তেরাইল গ্রামের আব্দুল গণি রাজাকেরর সন্তান সাহিদুজ্জামান খোকন এখন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একজন রাজাকারের সন্তান হয়ে গেল ১৬ ডিসেম্বর তিনি মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলে মুক্তিযোদ্ধারা বাধা দেন। তারপর থেকেই তিনি মুক্তিযোদ্ধারের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

বশির আহম্মেদ বলেন, তারই প্রতিবাদে আজকের কর্মসূচি। তার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আসিফ ইকবাল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।