চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও মদের বড় চালান আটক


প্রকাশিত: ০২:০১ পিএম, ২৮ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩ হাজার বোতল ফেনসিডিল ও ৩ শ’ বোতল ভারতীয় মদ পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে।

জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল ৯ টা পর্যন্ত নিমতলা, ধোপাখালী, নতুনপাড়া, মোল্লাবাড়ী, ঝাঝাডাংগা, মাধবখালী, বারাদী ও মুন্সিপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার বোতল ফেনসিডিল ও ৩শ’ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।