চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ আটক ২


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একবরপুর মোড় থেকে ২৩ লাখ ভারতীয় জাল রুপিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে একবুরপুর এলাকায় একটি খাবার দোকানে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

আটকরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মফিজুলের ছেলে মুখলেসুর রহমান (২৬) ও একই গ্রামের ফিরোজ আলীর ছেলে জসিম (১৮)।
 
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এটি এম মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একবুরপুর এলাকায় একটি খাবার দোকানে পুলিশ অভিযান চালায়। এসময় জসিম ও মুখলেসুরের দেহ তল্লাশি করে ২২ লাখ ৮০ হাজার ভারতীয় জাল রুপিসহ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

মোহাঃ আব্দুল­াহ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।