মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ এসএসসি পরীক্ষার্থী আহত


প্রকাশিত: ০৬:১৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ৩ এসএসসি পরিক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় অটোবাইককে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘনা ঘটে।

আহত তিন পরিক্ষার্থীর দুই জন হাসপাতালে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিশেষ ব্যবস্থায় পরিক্ষায় অংশ নিয়েছে। আরেক জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত তিন পরিক্ষার্থী তানিয়া আক্তার, মারিয়া আক্তার ও জিয়াসমীন আক্তার সিংগাইরের চর জামালপুর মাদরাসার ছাত্রী।

মাদরাসার শিক্ষক বিলাল হোসেন জানান, নিজ গ্রাম থেকে অটোবাইকে চড়ে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষা দিতে যাচ্ছিল শিক্ষার্থীরা। সকাল সোয়া ৯টার দিকে তাদের বহনকারী অটোবাইকটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিন পরীক্ষার্থী, তাদের অভিভাবক ও অটো চালকসহ ৮ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে তানিয়া ও মারিয়া বেলা ১১টার দিকে কেন্দ্রে পৌঁছলে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেন।

জিয়াসমিনের অবস্থা গুরুতর হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বি.এম খোরশোদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।