মাটিরাঙায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির মাটিরাঙায় ধারালো অস্ত্র দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার গভীর রাতে মাটিরাঙার আমতলী ইউনিয়নের চৌদ্দগ্রাম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম (২৫) দুবাই প্রবাসী মো. শাহজাহানের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুজীবুর রহমান/এফএ/আরআইপি