৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর অাগে ভোর সাড়ে ৫টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিঅাইডব্লিউটিসি ইব্রাহিমপুর ঘাট টার্মিনাল অ্যাসিস্টেন্ট রাজু আহম্মদ জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
ছগির হোসেন/এফএ/পিআর