বিয়ের অনুষ্ঠানে কসাইয়ের কাণ্ড
বিয়ের দিনটি ছিল শুক্রবার। এজন্য আগে থেকেই কেনাকাটাসহ যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পরিবারের সবাই। বরযাত্রীসহ ৫শ মানুষের খাবার আয়োজনও করা হয় অনুষ্ঠানে। কিন্তু সব পণ্ড করে দিয়েছেন সিরাজ মুন্সী নামে একজন কসাই। পরে অবশ্য এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মূল ঘটনা হলো : শরীয়তপুরে একটি বিয়ের অনুষ্ঠানে মাংস দেয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে পালিয়েছে সিরাজ মুন্সী নামে এক কসাই। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামের কৃষক জামাল বেপারীর মেয়ে মিতু আক্তারের বিয়ের দিন তারিখ ঠিক হয় শুক্রবার। দুইদিন আগ থেকেই বিয়ের গেইট, খাবারের প্যান্ডেল, বর বসার স্টেজ ও সমস্ত বিয়ের কেনা কাটা সম্পন্ন হয়।
বিয়েতে রয়েছে ৫শ লোকের খাবারের আয়োজন। কিন্তু বিয়ের সব আয়োজন সম্পন্ন হলেও গরুর মাংস আনতে বৃহস্পতিবার রাতে স্থানীয় বড়াইল গ্রামের হাসেম মুন্সীর ছেলে কসাই সিরাজ মুন্সীর কাছে ৩০ হাজার টাকা দেন কনে মিতু আক্তারের বাবা জামাল বেপারী। সেই টাকা নিয়ে উধাও হয়েছে (মাংস বিক্রেতা) কসাই সিরাজ।
কনে মিতু আক্তারের চাচা আমিন উদ্দিন বেপারী বলেন, আমার ভাইয়ের মেয়ের বিয়েতে ৫শ লোকের আয়োজন করি। ৫শ লোকের জন্য ১২৫ কেজি গরুর মাংস প্রয়োজন হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ মাংসের জন্য আমাদের স্থানীয় কসাই সিরাজ মুন্সীর কাছে ৩০ হাজার টাকা দেই। আর বলি মেয়ের বাবা যেহেতু খুব গরিব অনুষ্ঠান শেষে পুরো টাকা পরিশোধ করবো।
বৃহস্পতিবার রাতে তার মাংস দেয়ার কথা ছিলো। বাড়িতে মাংস না পাঠানোতে তাকে বার বার ফোন দেই। ফোনে না পেয়ে তার বাড়িতে গেলে তাকে আর পাওয়া যায়নি। শুনেছি বাড়ি থেকে সে নাকি পালিয়ে ঢাকা চলে গেছে।
মেয়ের বাবা জামাল বেপারী বলেন, এ ঘটনা জেনে বাড়ির লোকদের বিষয়টি বলি। পরে তাদের সহযোগিতায় মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করি।
ছগির হোসেন/এমএএস/এমএস