টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া করাতিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তি করাতিপাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দিকে পথচারী নিহতের ঘটনায় স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে শতশত যানবাহন আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
এমএএস/পিআর