সাংবাদিক শিমুল হত্যায় পৌর মেয়রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী পৌর মেয়র হালিমুল হক মিরুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেহেরপুরের সাংবাদিকরা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সমকাল, গাংনী ও মুজিবনগর প্রেস ক্লাবের উদ্যোগে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- সাংবাদিক রফিকুল আলম, মাজেদুল হক মানিক, আমিরুল ইসলাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকায় এটিএন নিউজের সংবাদকর্মী ও ক্যামেরা পার্সনের উপর পুলিশের বর্বরোচিত হামলা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সুবহান চৌধুরীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-হামলার শিকার হচ্ছেন। এগুলো বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আসিফ ইকবাল/আরএআর/এমএস