শরীয়তপুরে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ২ শিক্ষার্থী


প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

শরীয়তপুরে কারাগার থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই শিক্ষার্থী। রোববার কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

কারাগার সূত্রে জানা যায়, সদর উপজেলার উপরগাঁও গ্রামের মোকলেছ দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান নারী ও শিশু নির্যাতন মামলায় এবং হত্যা মামলার আসামি জাজিরা উপজেলার চরদোপরিয়া বালিয়াকান্দি গ্রামের তোতা তালুকদারের ছেলে সাগর ওরফে কালু তালুকদার চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এ ব্যাপারে কারাগার কেন্দ্রের এসএসসি পরীক্ষার পর্যবেক্ষক ও আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দিন মিয়া জানান, কর্তৃপক্ষের নির্দেশে কারাগারের ২ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছি। প্রথম দিনে বাংলা ১ম পত্র ও রোববার দ্বিতীয় দিনে বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মোকলেছ আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের আর সাগর বিকে নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বন্দী শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার নির্দেশ দেন আদালত। তাকে নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক, প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষার পর উত্তরপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছে।

শরীয়তপুর জেলার কারাগারের জেলার মো. এনামুল করিম বলেন, দুইজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশুনা করতে পারে সেজন্য তাদের পাঠ্যবইও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।