স্কুলছাত্রীর জামায় আগুন দিয়ে হত্যাচেষ্টা!


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

নেত্রকোনায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর জামায় আগুন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে রোববার বারহাট্টা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ছাত্রীর বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে ঘটনার মূল হোতা আবু তালেবসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, বারহাট্টার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. বিল্লাল হোসেনের সঙ্গে তার প্রতিবেশী দারগ আলীর ছেলে আবু তালেবের বাড়ি থেকে বের হওয়ার জায়গা নিয়ে পূর্ব শত্রুতা চলছিল। এরই জের ধরে গত ২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে বিল্লালের মেয়ে অতিথপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আইরিন আক্তার স্কুলে যাচ্ছিল।

পথিমধ্যে মঞ্জু মিয়ার বসত ঘরের কাছে পৌঁছতেই আবু তারেবের নির্দেশে আসামিরা তার পথরোধ করে মারধর করার এক পর্যায়ে পার্শ্ববর্তী চুলা থেকে এক কাঠের চেলা নিয়ে তার গায়ের জামায় আগুন ধরিয়ে দেয়।

আইরিনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভায়। এতে আইরিনের পেট ও বুকের কিছু অংশ আগুনে ঝলসে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত বারহাট্টা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত রহমান জাগো নিউজকে জানান, আগুনে মেয়েটির পেট ও বুকের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কামাল হোসাইন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।