ঝালকাঠি পৌর মেয়রের বরখাস্তাদেশ প্রত্যাহার
ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন কারাবন্দি থেকে জামিনে মুক্ত হওয়ায় বরখাস্তাদেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার দুপুর ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় এ আদেশ জানানো হয়েছে।
ফ্যাক্স বার্তার আদেশে বলা হয়েছে, ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তিনি জামিনে মুক্ত থাকায় এ বিভাগের ১৯.০৩.২০১৫ তারিখের ৪৬.০৬৩.০৩১.০৫.০০.০০১.২০১১-৪৫৮ নং প্রজ্ঞাপনে জারিকৃত সাময়িক বরখাস্তাদেশ এতদ্বারা নির্দেশক্রমে প্রত্যাহার করা হল।
আদেশের অনুলিপি জেলা প্রশাসক, ঢাকার তেঁজগাওয়ে সরকারী মুদ্রণালয়ের উপপরিচালক, ঝালকাঠি জেলা স্থানীয় সরকার উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিব, ঝালকাঠি পৌর প্যানেল মেয়র-১ প্রণব কুমার নাথ ভানু, সচিব শাহিন আক্তারকে দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনের আদেশে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব (পৌর-১) মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯ মার্চ ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর-২৭/২০১৫ (ধারা ১৪৮/৫০৬/৩২৩/৩৮৫/৩৮৬) নং মামলার আসামী হিসেবে কারাগারে আটক ছিলেন। তাই তাঁর দ্বারা মেয়র এর ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিয়মান হয়েছে। এমতাবস্থায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সেই সাথে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র-১ প্রণব কুমার নাথ ভানুকে মেয়রের দায়িত্বভার গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর বিধি ৩১(১) এর বিধানমতে মেয়র এর অনুপস্থিতিতে প্যানেল মেয়র-১ কে মেয়র এর দায়িত্ব (আর্থিক দায়িত্বসহ) পালন করার জন্যও নির্দেশ দেয়া হয়েছিল।
গত ২ মার্চ একটি চাঁদাবাজি মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন মেয়র আফজাল হোসেনসহ ৬ জন। আদালতের বিচারক মেয়রসহ ৩ জনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে ১২ মার্চ ঝালকাঠি জেলা ও দায়রা জজ এসএম সোলায়মান শুনানি শেষে ২০ হাজার টাকার বন্ডে ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজালের জামিন মঞ্জুর করেন। একই দিন ঝালকাঠি থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় মেয়রকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখানো হয়।
পরে ২২ মার্চ তিনি বিস্ফোরক মামলা থেকে জামিনে মুক্ত হন। এর পূর্বে, ঝালকাঠি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বিরুদ্ধে ৩ টি অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় থেকে ২ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
পরে তিনি আদালতের অবকাশ কালীন বেঞ্চের মাধ্যমে রিট আবেদন করে বরখাস্তাদেশ স্থগিত করেন।
এমজেড/পিআর