শরীয়তপুরে ফেনসিডিলসহ নারী আটক


প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে ১৪১ বোতল ফেনসিডিলসহ আনোয়ারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে আচুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি আলী আকবর সিকদারের স্ত্রী।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে আচুরা গ্রামের আলী আকবর সিকদারের বাড়ি থেকে আনোয়ারা বেগমকে ফেনসিডিল বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। পরে আলী আকবরের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ১৪১ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এসময় আনোয়ারা বেগমের সহযোগী শরীয়তপুর পৌরসভার আটিপাড়া গ্রামের আইজুদ্দিন খন্দকারের ছেলে শাহ আলম খন্দকার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।