নকলে সহযোগিতা করায় দুই শিক্ষক বহিষ্কার
চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রে শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করার অভিযোগে কর্তব্যরত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়ছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা শহরের লতিফা আব্বাস আলিম মাদরাসার পরীক্ষা কেন্দ্রে কারিগরী শিক্ষা বোর্ডের গণিত বিষয়ে পরীক্ষাকালে এই ঘটনা ঘটে।
কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে দেখতে পান দুই শিক্ষক পরীক্ষার হলে ব্লাকবোর্ডে লেখে দিয়ে পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করেছে।
পরে কেন্দ্র সচিব গোলাম মোস্তফা নকলে সহযোগিতার অভিযোগে শাহ সুলতান কারিগরী স্কুলের শিক্ষক নাজমুল ইসলাম এবং বারহাট্টা কারিগরী ও বাণিজ্যিক কলেজের শিক্ষক জিয়াউল হককে বহিষ্কার করেন।
জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম জাগো নিউজকে জানান, পরীক্ষা নকলমুক্ত রাখার লক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। কোনো শিক্ষার্থী অসদুপায়ে পরীক্ষায় অংশ নিতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।
কামাল হোসাইন/এআরএ/এমএস