‘তথ্য মন্ত্রণালয়ের কাজ হলো সেতু বন্ধন তৈরি করা’


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করা।

বুধবার বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এবং সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সব অপশক্তিকে পরাজিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী রূপকল্প ২০২১-এর স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুগান্তকারী কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলেই দেশ আজ উন্নতির শিখরে পৌঁছতে শুরু করেছে।

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন নাহার।

এছাড়াও বক্তব্য রাখেন শরীয়তপুর সদর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, সিভিল সার্জন মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহম্মেদ, জাজিরা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নলিনী রঞ্জন রায়, জেলা সমাজসেবা উপপরিচালক মো. কামাল হোসেন, যুদ্ধাপরাধীদের মামলার বাদী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার প্রমুখ।

ছগির হোসেন/ এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।