কুড়িগ্রামে আ.লীগ প্রার্থীর মনোনয়ন দাখিল
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমান উদ্দিন আহমেদ মঞ্জু একমাত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুরে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র আব্দুল জলিল, যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগামী ৬ মার্চ চতুর্থ উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই হবে আগামী ১০ ফেব্রুয়ারি। প্রত্যাহার ১৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।
সদর উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২০ হাজার ১৪৫ জন। এরমধ্যে মহিলা ভোটার এক লাখ ১০ হাজার ৮৭১ এবং পুরুষ ভোটার এক লাখ ৯ হাজার ২৭৪ জন।
উল্লেখ্য, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সদর উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
নাজমুল হোসেন/আরএআর/জেআইএম