রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী ধর্মপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানান হয়েছে।

ইউপি সদস্য মিজানুর রহমান ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামে ধর্মপুর সীমান্তে ১০৫৬পিলার দিয়ে রাতে গরু পারাপার করছিল পাচারকারীর দলটি। এসময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী গুটলিগাও ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই কাউয়ার চর গ্রামের বাসিন্দা টুলু (৬০) নিহত হন। আহত হন ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্যার ছেলে সিফাদ আলী (৩৫)।

জামালপুল-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছি।

নাজমুল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।