নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ২


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নেত্রকোনা আটপাড়া সড়কের দুগিয়া এলাকায় আজ সকালে ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন। এসময় সিএনজি চালকসহ আরো চারজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সকালে আটপাড়া থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী মালবাহী ট্রাকটি দুগিয়া এলাকায় একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুসলেম উদ্দিন (৩৮) নিহত হন। পরে আহতদের ময়মনসিংহ নেয়ার পথে ওয়াহেদ আলী (৫৫) মারা যায়।

এ ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক উজ্জ্বল মিয়া, আলামিন, পল্টন ও হবি মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আজিজ।

ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।