পোরশায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
নওগাঁর পোরশা উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ রোমান (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিষ্ণপুর বেড়াচকি থেকে তাকে আটক করা হয়।
আটক রোমান বিষ্ণপুর গ্রামের দুরুল হুদার ছেলে।
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, বিষ্ণপুর এলাকায় অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র কেনাবেচা করছে এমন তথ্যে পুলিশ নিজেই ক্রেতা সেজে সেখানে যায়। এরপর অস্ত্র ব্যবসায়ী রোমানের কাছ থেকে অস্ত্র কেনার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় মেড ইন ইউএসএ লেখা একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
আব্বাস আলী/আরএআর/এমএস