ভোরে দুই জেলায় সড়কে প্রাণ গেল ৪ জনের


প্রকাশিত: ০৩:৫০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

শনিবার ভোরে নাটোর ও মাগুরা জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে।  এর মধ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী এবং মাগুরায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন।

আমাদের নাটোর প্রতিনিধি জানিয়েছেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় নূরে আলম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শহীদ (৩৭) অপরজন ফুলচাঁন (৪০)।
 
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, গাজীপুর থেকে ৮-১০ জন একটি পিকআপভ্যানে করে বড়াইগ্রামের রাজাপুরের মাছের আড়তের উদ্দেশ্যে বের হন। পথে পিকআপভ্যানটি শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় নূরে আলম ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল।

এসময় একটি ট্রাক এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাদিজা বেগম (৪০) ও ছুটু (৫০)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য। মাইক্রোবাসটি যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল।

রামনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিটুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।