নড়াইলে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে বাঐসোনার বাড়ির পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা ঢাকায় রিজার্ভ পুলিশ (আরআরএফ) হিসেবে কর্মরত এবং বাঐসোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ কনস্টেবল সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নড়াগাতি এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে।

হাফিজুল নিলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।