ভাষা শহীদ সালামের নামে বিদ্যালয়
ফেনীর দাগনভূঞায় ভাষা শহীদ আবদুস সালামের নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দাগনভূঞার সালামের গ্রামের বাড়ি ‘ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সামনে স্কুলটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ভাষা শহীদ সালম স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার প্রমুখ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি সালাম নগরে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের বিষয়টি ফেনী জেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভাষা শহীদ সালামের প্রতি শ্রদ্ধা ও এলাকাবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে শহীদ সালামের জন্মস্থান ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের নাম ‘সালামনগর’ করা হয়।
তার স্মৃতি রক্ষায় সালামনগরে গ্রন্থাগার ও জাদুঘর স্থাপন করা হয়। এরপর প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলেই সালামের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবি উঠলেও তা আর হয়নি। এজন্য জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বিদ্যালয়টির নাম পরিবর্তনে সরকারি সিদ্ধান্তের গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
‘ভাষা শহিদ সালাম স্মৃতি পরিষদ’র সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন শহীদ সালামের নামে বিদ্যালয়টির নামকরণ ও এর শুভ উদ্বোধন সম্পন্ন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অনেকে আশ্বাস দিলেও কার্যকর হয়নি।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসান যোগদানের পর বিষয়টি নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করেছেন। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। তিনি সালামনগর সড়কটি সংস্কারের দাবি জানান।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর