গৃহবধূকে নির্যাতন : কারাগারে শ্বশুর-দেবর
লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুকের দাবি ও দ্বিতীয় বিয়েতে বাধা দেয়ায় গৃহবধূ শারমিন সুলতানাকে (২৫) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় আটক শ্বশুর মোহাম্মদ উল্লাহ বেপারী ও দেবর মো. রাসেলকে বৃহস্পতিবার দুপুরে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
নির্যাতনের পর থেকে স্বামী জিয়াদ হোসেন সবুজ পলাতক রয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ইফতেখার মাহমুদ ফয়সল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তার ভাই দিদার হোসেন বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের কারেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের আবদুর রবের বাড়িতে (গৃহবধূর শ্বশুর বাড়ি) দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলতে বাধা দেয়ায় এবং যৌতুক না দেয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী সবুজ, তার বাবা ও ভাই শারমিনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এসময় সবুজ তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, অভিযোগের সত্যতা পেয়ে শ্বশুর ও দেবরকে আটক করা হয়েছে। মামলা হওয়ার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। স্বামীসহ জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলেছে।
কাজল কায়েস/এআরএ/জেআইএম