নাগেশ্বরীতে এলজিআরডি মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

কুড়িগ্রাম সার্কিট হাউজ থেকে ফুলবাড়ী আসার পথে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার বেলা ২টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান প্রকৌশলীর গাড়িটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

Mosarraf

এ ঘটনার কারণে মন্ত্রীর অনুষ্ঠানস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন।

তিনি জানান, মন্ত্রীর বহনকারী গাড়ির সামনে প্রোটোকলে থাকা একটি গাড়ি আকস্মিক ব্রেক কষলে ৫টি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি’র গাড়িটির বাম্পার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।

নাজমুল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।