মন্ত্রীর সভায় যাওয়া হলো না খালেকের
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভায় যোগ দেয়া হলো না আব্দুল খালেকের (৩৮)।
সভা উপলক্ষে শনিবার বিকেল ৩টায় আব্দুল খালেক নিজ জমিতে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচ দিতে তড়িঘরি করে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এরশাদুল হক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় আব্দুল খালেকের বাবা দোলো মিয়া আক্ষেপ করে বলেন, ‘মন্ত্রীর মিটিংয়ের জন্য তাড়াহুড়া করবের যায়া ছওয়াটা হামার মরি গেইল।’
নাজমুল/এমএএস/আরআইপি