বিএনপি নিয়ে কথা না বলাই ভালো : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। দেশ-বিদেশ এবং ঘরে বসে তারা শুধুই নালিশ আর নালিশ করছে।

খালেদা জিয়াকে জেলে পাঠানোর বিষয়ে সরকার হস্তক্ষেপ করছে না জানিয়ে তিনি বলেন, আদালত তার নিজস্ব গতিতে চলছে, আওয়ামী লীগের দুই এমপিও সাজা ভোগ করেছেন। সরকার তাদের বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। সুতরাং খালেদা জিয়ার মামলায়ও সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। এটাকে বিএনপি পুঁজি করে আন্দোলনের চেষ্টা করলে প্রতিহত করা হবে।

শনিবার বিকেলে নাটোরের পুরনো বাস টার্মিনালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বক্তব্যে বিশেষণ দিয়ে নেতাদের মন জয় করার দরকার নেই, কাজ করে জনগণের মন জয় করার চেষ্টা করুন। ব্যানার-ফেস্টুনে নাম লিখে, ছবি লাগিয়ে লাভ নেই জনগণের হৃদয়ে নাম লেখান।

বিএনপি নিয়ে কথা না বলাই ভালো, দেখতে দেখতে আট বছর চলে গেল আন্দোলনের নাম নেই। তারা ঘরে বসে যত কথাই বলেন, মরা গাঙে জোয়ার আসবে না। আন্দোলন না করে নির্বাচনে না এসে বোমাবাজি করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করবেন না জনগণ আপনাদের ঠেকাবে। খালেদার বিচার আদালতের আইন অনুযায়ী হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশে আজ বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষের হাতে মোবাইল ও ৬ কোটি মানুষের কাছে ইন্টারনেট। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে বিশ্বের যেকোনো দেশে কথা বলা যায়। বাংলাদেশের বর্তমান জিডিপি ৭ দশমিক ১ আর পাকিস্তানের জিডিপি সেখানে ৪ দশমিক ৩, বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়।

সড়ক বন্ধ করে পথসভা করার ব্যাপারে তিনি বলেন, সড়ক বন্ধ করে কোনো সভা-সমাবেশ নয়। আমরা রাজনীতি করি জনগণের জন্য; তাই জনগণের অসুবিধা করে কোনো কর্মসূচি নয়, একজন রোগী বা মানুষ দুর্ভোগের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হলে তার দায় কে নেবে।

ব্যানার-ফেস্টুনে ছবি লাগানো নিয়ে তিনি বলেন, ব্যানার-ফেস্টুনে নাম লিখে লাভ নেই, জনগণের মনে নাম লিখতে হবে। তাহলেই এ নাম চিরদিন থেকে যাবে। নেতা হয়ে লাভ নেই সবাইকে কর্মী হতে হবে।

তিনি বলেন, বক্তব্য নয় কাজ করে জনগণকে খুশি করতে হবে। যারা উল্টা-পাল্টা করছেন তারা সংশোধন হয়ে যান, কারও মনে কষ্ট দিলে মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

রেজাউল করিম রেজা/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।