কৃষি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নাটোর শহরের চৌকিরপাড় এলাকায় কৃষি জমি থেকে চন্দন সাহা (২০) নামে এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চন্দন চৌকিরপাড় এলাকার সুনিল কুমার সাহার ছেলে।  পুলিশ মরদেহটি উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো পাশ্ববর্তী স্বর্ণপট্টি এলাকা  থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন চন্দন। রাতের খাওয়া না খেয়েই ভাই সুজিত কুমারের সঙ্গে ঘুমিয়ে পড়েন চন্দন। পরে রাত ১টার দিকে কে বা কারা চন্দনকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে রাতে চন্দন আর বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকালে ওই এলাকার শ্রমিকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় চন্দনের বাড়ির অদূরে ফাঁকা কৃষি জমিতে একটা মরদেহ পরে থাকতে দেখে। পরে খবর পেয়ে চন্দনের পরিবারের লোকজন গিয়ে মরদেহটি শনাক্ত করে।

এ ব্যাপারে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।