এবারও লাখো প্রদীপ জ্বেলে ভাষা শহীদদের স্মরণ
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও লাখো মোমবাতি জ্বেলে ভাষা শহীদদের স্মরণ করেছেন নড়াইলবাসী।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুড়িরডোপ মাঠে একুশ উদযাপন পর্ষদের আয়োজনে এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় লাখো মোমবাতি দিয়ে বিশাল কুড়িরডোব মাঠ প্রজ্জ্বলন, শহীদ মিনার, জাতীয় ফুল শাপলা, বাংলা বর্ণমালা তৈরি, ভাষা দিবসের ৬৬তম বার্ষিকী উপলক্ষে ৬৬টি ফানুস ওড়ানো হয় ।
সন্ধ্যা ঠিক ৬টা ২০ মিনিটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের মধ্য দিয়ে গণ সংগীত ও কবিতা পরিবেশন করেন। 
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একই সঙ্গে শহরের মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও ব্যক্তি উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন করেন শহরবাসী।
একুশ উদযাপন পর্ষদ-২০১৭ আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উদযাপন পর্ষদের সদস্য সচিব কচি খন্দকার প্রমুখ।
এর আগে বিকেলে আলোচনা, গণসংগীত, আবৃতি, কবিতা পাঠ ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে নড়াইলের এই কুড়িরডোপ মাঠে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রতি বছর নান্দনিক এ অনুষ্ঠানটি নড়াইলসহ বিভিন্ন জেলার হাজার হাজার দর্শনার্থী উপভোগ করে থাকেন। অনুষ্ঠানের লাখো মঙ্গল আলো পৃথিবীর সমস্ত ভাষা ও সংস্কৃতিকে আলোকিত করবে এটাই প্রত্যাশা সবার।
হাফিজুল নিলু/এএম/জেআইএম