জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরবাড়ির ৪ জন আহত
মেহেরপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির চারজনকে ছুরিকাঘাতে আহত করেছে আসাদুল নামে এক জামাই। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শ্যালিকা পারভিনা খাতুন (২৪), স্ত্রীর বড় ভাই ইছহাক আলী (৩৮), বড় বোন জাহানারা খাতুন (৩২) ও ভাবী ফরিদা খাতুন (৩৩)। আহতদের মধ্যে পারভিনা ও জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়রা জানান, আট বছর আগে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের বানুর সঙ্গে সদর উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঘরে আসে পুত্র সন্তান। তারপর থেকেই তাদের মাঝে বিরোধ শুরু হয়। তখন থেকেই আসাদুল শ্যামপুর ও বানু তার বাবার বাড়ি গাড়াডোবে অবস্থান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছয় বছরের সন্তান মাসুদ রানাকে জোরপূর্বক তুলে আনতে যায় আসাদুল। এ সময় বানুর পরিবারের সদস্যরা বাধা দিলে তার কাছে থাকা ছুরি দিয়ে কুপিয়ে পারভিনা খাতুন, জাহানারা খাতুন, ইছহাক আলী ও ফরিদা খাতুনকে জখম করে। এ সময় বানু রান্না ঘরে কাজ করছিলেন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে পারভিনা ও জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তবে এলাকাবাসী আসাদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে ছুরিসহ আসাদুলকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আসিফ ইকবাল/আরএআর/পিআর