মেহেরপুরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বোমাসহ গ্রেফতার


প্রকাশিত: ১০:১৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

মেহেরপুরের গাংনীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে বোমাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সাহারবাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুর রহমান (৪২) গাংনীর রংমহল গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

পুলিশ জানায়, আবদুর রহমানের নামে গাংনী ও মেহেরপুর সদর থানায় চাঁদাবাজি, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় এক ডজন মামলা রয়েছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সাহারবাটি গ্রামের সড়ক থেকে আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় আসামি আবদুর রহমানের কাছ থেকে দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় তার নামে মামলা করা হয়েছে।

শুক্রবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করার কথা। তিনি অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি বলে জানান তিনি।

তাকে ২০১৫ সালের ৩ মে রাতে উপজেলার করমদি গ্রাম থেকে একটি ভারতীয় বন্দুক ও পাঁচটি গুলিসহ গ্রেফতার করেছিল পুলিশ। তখন তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে মেহেরপুর জেলা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক ছিলেন।

আসিফ ইকবাল/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।