নাটোরে কৃষককে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৭ এপ্রিল ২০১৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে উপজেলার বাহিমালি গ্রামে এই ঘটনা ঘটে। মোতালেব একই গ্রামের মৃত খয়মুদ্দিনের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার রাতের খাবার শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোতালেব হোসেন। ভোরে কয়েকজন দুর্বৃত্ত তাকে ডেকে তুলে বাইরে নিয়ে যায়। এরপর মোতালেবের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি জব্দ করেছে। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

এসএইচএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।