মৌলভীবাজারে রেস্ট হাউসের কেয়ারটেকার খুন


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৭ এপ্রিল ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইয়ুব আলী নামের এক কেয়ারটেকারকে খুন করেছে দুর্বৃত্তরা। আইয়ুব রেইনফরেস্ট নামের একটি রেস্ট হাউস এ কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। মঙ্গলবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জাগোনিউজকে জানান, শহরের উত্তরসুর এলাকায় অবস্থিত রেইনফরেস্ট নামের ওই রেস্ট হাউসে দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন আইয়ুব আলী। ভোররাতে কতিপয় দুর্বৃত্ত রেস্ট হাউসের পিছনে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে রেস্ট হাউস কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেস্ট হাউসের পরিচালক আবু মুসা মো. সিদ্দিক।

এসএইচএ/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।