নাটোরে পুনরায় বাছাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধাদের সম্মেলন


প্রকাশিত: ১১:২০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

নাটোরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির তৈরি তালিকা বাতিল ও পুনরায় যাচাই-বাছাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন করেছে আবেদনকারী বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।

সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক আবেদনকৃত বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুকুল সাহা, বেলায়েত হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ, সালাহ উদ্দিন আহমেদ, হেলাল হোসেন প্রমুখ।

তারা বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী নাটোর সদর উপজেলায় ৭ সদস্যের কামিটি গঠন করা হয়। সে সময় কমিটির সদস্য জেলা কমান্ডারের প্রতিনিধি সুজিত কুমার গোস্বামীর পরিবর্তে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়। এক দফা তারিখ পেছানোর পর ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় তারিখ ও সময় নির্ধারণ করা হয়।

যথাসময়ে উপস্থিত হয়ে আবেদনকারী মুক্তিযোদ্ধারা জানতে পারেন, কমিটির সভাপতি জেলা কমান্ডার আব্দুর রউফ সরকার ও জামুকা প্রতিনিধি মোহিতোষ সরকারের নাম বাদ দেয়া হয়েছে।

আবেদনকারী মুক্তিযোদ্ধারা জানতে পারেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নাম জেলা কমান্ডার ও জামুকা প্রতিনিধি হিসেবে দুই স্থানেই রাখা হয়েছে। প্রায় এক হাজার আবেদনকারীর মধ্যে প্রথম দিনে কয়েকটি ইউনিয়নের বাছাই কাজ শেষ করা হয়।

পরদিন অসুস্থতার কারণে কমিটির সদস্য আব্দুস সাত্তারের অনুপস্থিতিতে ছয়জন সদস্যের পরিবর্তে তিনজনকে নিয়ে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন করার দিন তিন ধরনের খসড়া তালিকা প্রস্তুত ও ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি।

তাই তারা মনে করেন, উল্লেখিত যাচাই-বাছাই কমিটি অসম্পূর্ণ ও অবৈধ। তাদের দ্বারা প্রস্তুত তালিকা প্রত্যাখ্যান করে পুনরায় যাচাই-বাছাই করার দাবি জানান তারা।

এ ব্যাপারে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য কমিটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং জামুকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাদের কোনো হাত নেই।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।