বাগেরহাটের ২০ ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে মাদক ও জঙ্গিমুক্ত করতে সরকার কাজ করে চলছে। সমাজকে মাদক মুক্ত করা একটি সামাজিক আন্দোলন। আমরা পুলিশ বাহিনীর লোকজন বাগেরহাট বাসীকে সঙ্গে নিয়ে বাগেরহাটকে মাদক মুক্ত করবো। ইতোমধ্যে পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন, আবার অনেক অপরাধী মারাও পড়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মাদক জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী সমাবেশে বাগেরহাট জেলার ২০ ইউনিয়নকে মাদক মুক্ত ঘোষণা অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জ্জামান এসব কথা বলেন।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একরামুল হাবিব, হাবিবুর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রমুখ।
এছাড়া বক্তব্য দেন, অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন, শাহ আলম টুকু, ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, স্বপন দাস, রিজিয়া পারভিন প্রমুখ। অনুষ্ঠানে বাগেরহাটের ৭৫ ইউনিয়নের মধ্যে ২০ ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়।
এর আগে বাগেরহাটের ৯ উপজেলার সকল ইউনিয়ন থেকে পুলিশসহ সাধারণ জনতার সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সমাবেশ করে।
শওকত আলী বাবু/এএম/আরআইপি