হবিগঞ্জে আটক সাড়ে ৩ কোটি টাকার মাদক ধ্বংস


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০২ মার্চ ২০১৭

হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে আটক ৩ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম, ৪৬-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আনিছুজ্জামান, মাধবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক জানান, মাদক পাচারে যারা জড়িত তারা যদি ফিরে এসে আত্মসমর্পণ করে তবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সরকার করবে। মাদক কারও একার পক্ষে দূর করা সম্ভব নয়। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বিজিবি সূত্রে জানা যায়, গত এক বছরে হবিগঞ্জ জেলার সীমান্ত অধ্যুষিত মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২১ হাজার ১৪ বোতল ভারতীয় মদ, ৩৩০ লিটার চোলাই মদ, ইয়াবা ৬ হাজার ৭০৩ পিচ, বিভিন্ন ট্যাবলেট ৬ হাজার ১১৪ পিস, গাঁজা ৯৩২ কেজি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।