মেঘনা নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:২৫ এএম, ০৪ মার্চ ২০১৭

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের খেজুরতলা গ্রামের  মেঘনা নদী থেকে মরদেহ দুটি  উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-  পাবনার চাটমহর থানার সাইখোলা গ্রামের মৃত নওশেদ প্রামাণিকের ছেলে মাহবুবুর রহমান প্রামাণিক (৩৩) ও সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার সায়রা গ্রামের শহিদুল সরকারের ছেলে হাজিজুর সরকার (৩০)।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই যুবক মাটি কাটার শ্রমিক। গত ২৮ ফেব্রুয়ারি রাতে ওই দুই যুবকসহ কয়েকজন ট্রলার নিয়ে মাটি কাটতে আসে গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের আনোয়ারা কাঠি  গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পার থেকে। তখন স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার  সময় দুইজন পড়ে যান। এতে তাদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।

ছগির হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।