শরীয়তপুরে গৃহবধূর আত্মহত্যা
শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে নারগিস আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে সদর উপজেলার পালং ইউনিয়নে ৪নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নারগিস আক্তার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের রমিজ মোল্যার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সদর উপজেলার পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন দেওয়ানের ছেলে মনির হোসেন দেওয়ানের সঙ্গে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের রমিজ মোল্যার মেয়ে নারগিস আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। নারগিসের স্বামী মনির হোসেন দেওয়ান পরকিয়ায় আসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মাঝে এনিয়ে কথা কাটাকাটি হত । শুক্রবার রাতেও তাদের মাঝে ঝগড়ার এক পর্যায়ে নারগিসকে মারধর করেন মনির। তাই ক্ষোভে সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নারগিস।
এ বিষয়ে নারগিসের বাবা রমিজ মোল্যা বলেন, আমার মেয়েকে মনির মেরে ফেলেছে। আমি ওর বিচার চাই। মনিরের বিরুদ্ধে মামলা করবো।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, খবর পেয়ে গৃহবধূ নারগিসের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী মারধর করায় নারগিস আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মো. ছগির হোসেন/আরএআর/আরআইপি