নড়াইল বিএনপি সভাপতির বিরুদ্ধে জিডি


প্রকাশিত: ১১:০৯ এএম, ০৫ মার্চ ২০১৭

নড়াইলের আমলী আদালতে বঙ্গবন্ধু ও শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে দায়েরকৃত মানহানি মামলার বাদীকে হুমকির অভিযোগে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার দুপুরে জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের ইউসুফ ফারুকীর ছেলে মো. রায়হান ফারুকী ইমাম সাধারণ ডায়েরি করেন।

রায়হান ফারুকীর দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর নড়াইলের আদালতে মামলা করেন ইউসুফ ফারুকী। ওই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

ফারুকী অভিযোগ করেন, মামলাটি দায়ের করার কারণে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপির দলীয় লোকজন বাদী রায়হান ফারুকী ইমামকে মামলাটি তুলে নেয়ার জন্য মোটা অংকের টাকার প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু তিনি মামলা প্রত্যাহার না করায় তাকে হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রতিকার চেয়ে এ জিডি করেছেন।

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্তের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করবো। অনুমতি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগটি করেছেন তাকে আমি চিনিও না। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে জিডিটি করা হয়েছে।

হাফিজুল নিলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।