কুড়িগ্রাম ছাত্রলীগের সম্পাদক সন্ত্রাসী হামলার শিকার


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৬ মার্চ ২০১৭

কুড়িগ্রাম জেলা শহরের রিভারভিউ এলাকার সন্ত্রাসী হামলায় শিকার হয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হাসান (২৫) মারাত্মক আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের নেতা নাজমুল ইসলাম জানান, শহর থেকে আকতার ধরলা ব্রিজের দিকে যাওয়ার সময় সন্ত্রাসী রোকুনুজ্জামান রোকন তার সঙ্গীদের নিয়ে দেশী অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।

আকতারের চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে সন্ত্রসীরা তাকে পেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। আকতারের অবস্থার অবনতি ঘটলে পরে রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব জানান, অতর্কিত হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ বৃহত্তর আন্দোলনে যাবে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসী রোকন পুরাতন স্টেশন পাড়ার আলমনগর এলাকার শামসুল হকের ছেলে। এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

নাজমুল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।