তিন মণ ওজনের আইড় মাছ ৯০ হাজার টাকা


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৬ মার্চ ২০১৭

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে তিন মণ ওজনের বিশাল এক জোড়া বাঘা আইড়। মাছ দুটি সোমবার সন্ধ্যায় উলিপুর মাছ বাজারে বিক্রি হয়েছে ৯০ হাজার টাকায়। মাছ দেখতে বাজারে ভিড় জমায় শত শত মানুষ।

হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে রোববার চরবাগুয়া গ্রামের জেলে আছিরুদ্দিন মাছ শিকারের জন্য নদীতে যান। এসময় তার জালে পর পর দুটি বাঘা আইড় ধরা পড়ে।

এরপর সোমবার বিকেলে তিনি উলিপুর বাজারে নিয়ে আসেন মাছ দুটি। এ খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য শত শত লোক বাজারে ভিড় জমায়। পরে তার কাছ থেকে সাহেব আলী নামে এক মাছ ব্যবসায়ী ৯০ হাজার টাকায় মাছ দুটি কিনেন। এরপর ওই ব্যবসায়ী মাছ কেটে কেজি প্রতি এক হাজার টাকায় বিক্রি করেন। ফলে মাছের খুচরা মূল্য দাঁড়ায় এক লাখ ২০ হাজার টাকায়।   

নাজমুল হোসেন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।