কুড়িগ্রামে কয়েদি-হাজতিদের ৭ মার্চ পালন


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৭ মার্চ ২০১৭

কুড়িগ্রাম জেলা কারাগারে সাজাপ্রাপ্ত হাজতি ও কয়েদিদেরকে নিয়ে ব্যতিক্রমধর্মীভাবে পালন করা হলো ঐতিহাসিক ৭ মার্চ। শৃঙ্খলিত জীবনের বাইরে প্রায় ৬ শতাধিক কয়েদি উপভোগ করলেন অন্যরকম কিছু মুহূর্ত।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে কারা অভ্যন্তরে আয়োজন করা হয় জাতীয় সংগীত পরিবেশন, আলোচনাসভা এবং প্রজেক্টরের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিহা খাতুন, জেলার লুৎফর রহমান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অধ্যক্ষ রীতা রাণী দেব প্রমুখ। অনুষ্ঠানের আয়োজক জেলা প্রশাসন ও জেলা কারা কর্তৃপক্ষ।

অতিথিরা বলেন, কারাবাসীরা এই দেশেরই নাগরিক। ঘটনা চক্রে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কারাগারে অবস্থান করছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শে উজ্জীবিত হয়ে কারাবাসীদের পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরেয়ে আনার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়।

নাজমুল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।