মানিকগঞ্জে ২১ কেজি গাঁজাসহ একজন আটক


প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৯ মার্চ ২০১৭

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আটক মুন্নু মিয়া (৪৫) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বোনাপোলগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ২১ কেজি গাঁজাসহ মুন্নু মিয়াকে আটক করা হয়।

মুন্নু মিয়া নিজেও হানিফ পরিহনের অপর একটি বাসের নিয়মিত চালক। বর্তমানে তিনি ছুটিতে আছেন বলে জানায় পুলিশ।

বি.এম খোরশেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।